চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট-ওষুধ বিক্রির দায়ে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার ও শাহ আমানত ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) কালামিয়া বাজার ও শাহ আমানত ব্রিজে অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে কেবি হেলথ কেয়ারকে ২০ হাজার টাকা জরিমানা এবং খাবারে ক্ষতিকর কেমিক্যাল ও রঙ ব্যবহার করায় বিসমিল্লাহ মেজ্জান নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার এবং রানা দেবনাথ।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top