রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মালামাল ও নগদ টাকাসহ ছয়জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ফেরিঘাট ব্রিকফিল্ড এলাকার হাকিমের স্ত্রী রোশনারা (৪০), চন্দ্রঘোনা করিম সওদাগর বাড়ির শাহ আলমের ছেলে দেলোয়ার হোসেন (৪৫), ফেরিঘাট এলাকার আবদুর রউফের ছেলে আবদুস সালাম (৪৮), নবগ্রাম ব্রিকফিল্ড এলাকার মো. সেলিমের ছেলে মো. আরমান (২৫), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. পারভেজ হোসেন (৩৪) এবং পশ্চিম নতুনগ্রাম এলাকার জসিম আহম্মেদের ছেলে মো. আলাউদ্দিন (২০)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৭৪৮ পিস ইয়াবা, ২৫ লিটার বাংলা মদ, ১৫০ পুরিয়া গাঁজা, ১টি দা-মা (দামা), ৫টি দা, ১টি চাইনিজ কুড়াল, ৯টি ছুরি, ৬টি কাঁচি, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৪ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ও অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






