চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় রাস্তার পাশে দুই শিশুকে ফেলে রাখার ঘটনায় সংবাদ প্রকাশের ভিত্তিতে স্বপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন আদালত। তিন ঘণ্টার মধ্যে এজাহার দায়ের করে আদালতকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনোয়ারা আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বর্ণনা অনুযায়ী শিশু দুটিকে অবহেলা ও পরিত্যাগ করার মাধ্যমে তাদের পিতা-মাতা ও আইনগত অভিভাবকরা দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৩১৭ এবং শিশু আইন ২০১৩-এর ধারা ৭০ অনুযায়ী আমলযোগ্য অপরাধ করেছেন।
এ ঘটনায় আনোয়ারা থানাকে আদেশ প্রাপ্তির তিন ঘণ্টার মধ্যে এজাহার দায়ের করে আদালতকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তারা শিশু আইন অনুযায়ী কী ব্যবস্থা গ্রহণ করেছেন, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া উদ্ধারকৃত শিশুদের বিকল্প পরিচর্যা, সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার বিষয়েও সমাজসেবা ও প্রবেশন কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আগামী ৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট সব প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ







