বোয়ালখালীতে স্কুলের গ্রিল কেটে চুরি, ল্যাপটপ-প্রজেক্টর লুট

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে লোহার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরচক্র ৬টি ল্যাপটপ, ১০টি চার্জার ও ২টি প্রজেক্টর চুরি করে নিয়ে যায়।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বড়ুয়া জানান, চোরের দল লোহার গ্রিল কেটে ভবনের ভেতরে প্রবেশ করে। পরে তারা আইসিটি কক্ষের তালা ভেঙে ৬টি ল্যাপটপ, ১০টি চার্জার ও ২টি প্রজেক্টর চুরি করে নিয়ে যায়। পাশাপাশি তার কক্ষে ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে ফেলে।

তিনি আরও জানান, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top