রাউজান সংবাদদাতা: হালদা নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় রাউজান উপজেলা প্রশাসনের অভিযানে সাড়ে ৫ হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে দুইজনকে আটক করে প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে জব্দকৃত ভাসা জালগুলো হালদা নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে একইদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হালদা নদীর রামদাস মুন্সীরহাট এলাকা থেকে মদুনাঘাট ব্রিজ (হালদা মোহনা) পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম। এ সময় অভিযানে সহযোগিতা করেন রাউজান উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম ও নৌপুলিশের সদস্যরা।
রাউজান উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম জানান, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সুরক্ষায় পরিচালিত অভিযানে অবৈধভাবে মাছ শিকারের দায়ে দুইজনকে সতর্কতামূলক অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত সাড়ে ৫ হাজার মিটার ভাসা জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, গত দুই দিনে এ ধরনের অভিযানে মোট চারজন অবৈধ মৎস্য শিকারীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং সাড়ে ১১ হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চাইলে আমি এটাকে আরও সংক্ষিপ্ত বা ব্রেকিং নিউজ স্টাইলেও সাজিয়ে দিতে পারি।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন






