থার্টি ফার্স্ট নাইটে সিএমপির একাধিক নিষেধাজ্ঞা

চাটগাঁ নিউজ ডেস্ক : থার্টি ফার্স্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনজীবন স্বাভাবিক রাখতে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (২৯ ডিসেম্বর) গণবিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৮, ২৯ ও ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমতি ছাড়া থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ উপলক্ষে মহানগরের কোনো উন্মুক্ত স্থান, রাস্তা বা ভবনের ছাদে অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ্যযন্ত্র ব্যবহার, ডিজে পার্টি কিংবা র‍্যালি-শোভাযাত্রা করা যাবে না।

এ ছাড়া মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরের সব বার ও মদের দোকান বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একই সময়ের মধ্যে আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রসহ তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। এছাড়া নিরাপত্তাজনিত কারণে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত পতেঙ্গা সি-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান করা যাবে না।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালানো, উচ্চমাত্রায় হর্ন বাজানো, মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ড, নারীদের প্রতি হয়রানি বা ইভটিজিং এবং যেকোনো ধরনের বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top