রাউজান প্রতিনিধি: প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য হেরিটেজ হিসেবে স্বীকৃত হালদা নদীর জৈববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ মাছ শিকারের দায়ে তিনজন থেকে জরিমানা আদায় ও ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় হালদা নদীর ছাত্তারঘাট এলাকায় জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ছাত্তারঘাট এলাকা থেকে কালুরঘাট সেতু (হালদা মোহনা) পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশ ও হালদা নদীর পাহারাদাররা।
রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম জানান, অভিযানে অবৈধভাবে মাছ শিকারের দায়ে তিনজন জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬ হাজার মিটার অবৈধ ভাসাজাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল ও বড়শি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তিনি আরও জানান, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে তাদের দপ্তর সর্বদা সতর্ক রয়েছে। অবৈধ মাছ শিকার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন






