চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘যদি দল আমাকে চূড়ান্ত মনোনয়ন না দেয় তবে আমি প্রয়োজনে স্বতন্ত্র নির্বাচন করবো। তবুও ভোটের মাঠ থেকে আমি সরে দাঁড়াবো না’।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে রাউজানের মুন্সীর ঘাটা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের তিনি এই কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবেন না। আমি জানি গত ১৭ বছর আপনারা অত্যাচারিত হয়েছেন, কিন্তু মাথা নত করেননি। আমিও অত্যাচারিত হয়েছি কিন্তু মাথা নত করিনি। আজ নিয়মতান্ত্রিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি। দল বলেছে অপেক্ষা করতে। কিন্তু আমি বসে থাকবো না। প্রয়োজনে স্বতন্ত্রে দাঁড়াবো।
আজ সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। এদিন উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। পরে মুন্সীর ঘাটা দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বিস্তারিত সিপ্লাস টিভিতে……..
চাটগাঁ নিউজ/জেএইচ







