রাঙ্গুনিয়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট কার্যালয়ে তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল হারুন, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী প্রমোদ বরণ বড়ুয়া।
এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এম ইকবাল হাছান এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ বেলাল উদ্দিন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন কার্যালয় এলাকায় দিনভর উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। মনোনয়ন জমাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল এবং সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
রাঙ্গুনিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নাজমুল হাসান জানান, সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁর কার্যালয়ে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া আরও তিনজন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে তিনি শুনেছেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন







