এনসিপির মুখপাত্র হচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ

চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ না নিলেও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে থাকতে পারেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এনসিপি সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে আজ (সোমবার) রাতে এনসিপির এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হতে পারে।

এর আগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছিলেন। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামে এনসিপির এক কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে গত বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক। তিনি বলেন, ‘আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।’

উল্লেখ্য, আসিফ মাহমুদ গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। এরই মধ্যে ওই আসনে তিনি ভোটারও হয়েছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top