আনোয়ারা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় সরওয়ার জামাল নিজাম বলেন, বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে তিনি বিএনপি থেকে ছয়বার মনোনয়ন পেয়েছেন উল্লেখ করে বলেন, বর্তমানে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। শান্ত ও সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। এই পরিবেশ বজায় থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. ওসমান, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আবু এবং সাহওয়াজ জামাল নিজাম।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন







