চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে মনোনয়নপত্র কিনলেও নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এসে তিনি এই ঘোষণা দেন।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভ্যারিফাইড ফেসবুকে পোস্টে ঝুমা এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে ঝুমা জানান– এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫ আসনে মনোনয়ন দিয়েছিলো তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮নং আসনে শাপলা কলি মার্কা নিয়ে নির্বাচন করতে আমাকে মনোনীত করেছিল। ২৪ তারিখে আমার পক্ষে আমার দলের খাগড়াছড়ি জেলার আহবায়ক মনোনয়ন উত্তলন করেছে। আগামীকাল (সোমবার) জমা দেয়ার লাস্ট ডেইট।
তিনি আরও বলেন, ‘আজ ২ ঘন্টা আগেই দলের আহবায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে আমি বিশ্বাস করি তরুণরা সংসদে যাবে, আজ নয়তো কাল’।
উল্লেখ্য, অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।
খাগড়াছড়ি আসন থেকে এনসিপির শাপলা কলি প্রতীকে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে হওয়া আসন সমঝোতায় তার নাম থাকার কথাও শোনা যাচ্ছিল।
নানা নাটকীয়তার পর জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট ও আসন সমঝোতা চূড়ান্ত হয়। এই সমঝোতায় এনসিপি ৩০ থেকে ৩৫টি আসনে নির্বাচন করার সুযোগ পাচ্ছে বলে জানা গেছে।
এর মধ্যে রাজধানী ঢাকায় অন্তত পাঁচটি আসন রয়েছে।
এদিকে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার ঘোষণার আগে ও পরে এনসিপির একাধিক নেত্রী দল থেকে সরে দাঁড়িয়েছেন বা নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করেছেন। এছাড়া নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনী সময়ে দলের সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার কথা জানিয়েছেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
চাটগাঁ নিউজ/জেএইচ






