হযরত মাওলানা সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর ইন্তেকাল

চাটগাঁ নিউজ ডেস্ক: হযরত গাউছুল আ’যম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারীর (ক.) নাতি, হযরত শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) তিনি দুনিয়াবি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর এই ইন্তেকালে মাইজভাণ্ডারী দরবার শরীফসহ অসংখ্য ভক্ত-মুরিদ ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে দরবার কর্তৃপক্ষের মাধ্যমে ঘোষণা করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top