চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত গিয়াস কাদের চৌধুরীর পাশাপাশি একই আসনে বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে চাউর হয়।
মনোয়নপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন গোলাম আকবর খোন্দকার নিজেই। মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি আগামীকাল সোমবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে মনোয়নপত্র জমা প্রদান করবেন বলেও জানান।
গিয়াস উদ্দীন কাদেরের প্রেস সচিব খোরশেদ আলম বলেন, দলটির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত গিয়াস কাদের চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়নি। তবে বিকল্প প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারকে প্রস্তুত রাখা হয়েছে।
দলীয় সূত্র জানায়, নির্বাচনী কৌশল, স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে শেষ মুহূর্তে প্রার্থী চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। এ কারণে একাধিক প্রার্থীকে বিবেচনায় রেখে কেন্দ্রীয়ভাবে নিবিড় পর্যবেক্ষণ চলছে।
এর আগে গত ৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিলেন।
এর আগে গত শনিবার চট্টগ্রামের দুইটি আসনে চূড়ান্ত মনোনয়ন তালিকায় নতুন দুজনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। প্রাথমিক তালিকায় নাম না থাকলেও দলটির সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ







