ময়মনসিংহে দীপু দাসের ওপর বর্বর হত্যাকাণ্ড অত্যন্ত জঘন্য: হুমাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি: ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের ওপর সংঘটিত বর্বর হত্যাকাণ্ডকে অত্যন্ত জঘন্য, ন্যাক্কারজনক ও গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, গত এক বছরে এ ধরনের নির্মম ও বর্বর ঘটনা আর ঘটেনি।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক বাবলু বড়ুয়া।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন দে’র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. মহসিন, সাবেক আহ্বায়ক শওকত আলী নূর, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার সাধারণ সম্পাদক অরুপ চৌধুরী, জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নীতিশ বড়ুয়া, বৌদ্ধ ফোরাম নেতা বিধান বড়ুয়া, কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হারাধন দাশ, সুমন দাশ, রনি দাশ, সাজু দাশ, জয় চক্রবর্তী, সুফল বসাক, রাজীব দে, রিটন শীল, সুমন দে ও জিকু বড়ুয়া।

হুমাম কাদের আরও বলেন, দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দীপু দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top