মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৮

চাটগাঁ নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে গভীর রাতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন আরও ৫০ যাত্রী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হাইমচরের হামিদচর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এসময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে ঢাকা থেকে আসা বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটির সাথে সজোরে ধাক্কা লাগে।

যাত্রীরা জানান, দুর্ঘটনার পর মাঝনদীতে ক্ষতিগ্রস্ত লঞ্চটি যখন ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী অপর একটি লঞ্চ এম.ভি কর্ণফুলী-৯ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ জানান, রাতে দুর্ঘটনার খবর শুনেছি, ভোরে দুর্ঘটনা কবলিত লঞ্চ গুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top