চাটগাঁ নিউজ ডেস্ক: প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে এসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি রাজধানীর পূর্বাচল সংলগ্ন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তবে জুবাইদা রহমান ও জাইমা রহমান দুপুরে এসেছেন তারেক রহমানের বাসভবন ১৯৬ গুলশান এভিনিউতে।
সেখানে কিছুক্ষণ বিশ্রাম শেষে জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমানকে নিয়ে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পৌনে ৫টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা দেন জুবাইদা রহমান ও জাইমা রহমান।
অন্যদিকে সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে মা খালেদা জিয়াকে দেখতে গেছেন তারেক রহমান। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি এভারকেয়ারে পৌঁছান।
চাটগাঁ নিউজ/জেএইচ







