সীতাকুণ্ডে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম প্রকাশ ইসলাম সেক্রেটারির বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের আঁধারে মুখোশ পরা ছয়জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে বাড়ির ভেতরে থাকা শিশু ও বৃদ্ধসহ পরিবারের সদস্যদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি অবিষ্ফোরিত ককটেল ও দুইটি ছোট কাঁচের বোতল উদ্ধার করে। বিস্ফোরণে ভবনের জানালার কাচ ভেঙে গেলেও এতে কেউ হতাহত হয়নি।

প্রয়াত ইসলাম সেক্রেটারির ছেলে আবু সুফিয়ান শিবলু বলেন, “হঠাৎ গভীর রাতে পরপর বিস্ফোরণের শব্দে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ি। মুখোশধারীরা চারটি ককটেল নিক্ষেপ করে এবং আরও দুইটি বোমা রেখে যায়।” তবে কারা ও কী কারণে এই ঘটনা ঘটিয়েছে—জীবননাশের আশঙ্কায় সে বিষয়ে তিনি বিস্তারিত বলতে চাননি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুইটি অবিষ্ফোরিত ককটেল ও দুইটি কাঁচের বোতল উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top