পড়া হয়েছে: 174
চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরীর একাংশ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির একাংশের সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এসময় জাতীয় পার্টি হাটহাজারী উপজেলার সভাপতি মো. আলমগীর, সাধারণ সম্পাদক সালাউদ্দীন খোরশেদ চৌধুরীসহ উপজেলা ও পৌরসভা কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






