রাজস্থলীতে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটির রাজস্থলী উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে।

সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুতুরিয়া পাড়া থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ইউপি সদস্য থুইচিংমং মারমা জানান, ওই বৃদ্ধকে গত তিন চারদিন ধরে এই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তার পায়ে পচন ধরেছিল বলে স্থানীয়দের ধারণা। সেই সংক্রমণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ বলেন, আশপাশের এলাকায় খোঁজখবর নিয়েছি। তবে এখন পর্যন্ত ব্যক্তির কোনো পরিবার বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি। লাশটির শরীর তল্লাশি করেও কোনো পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।

ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, এলাকাবাসীর উপস্থিতিতে লাশটি পুলিশ ফাঁড়ির পাশেই দাফন করা হয়েছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের হোসেন জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। কোন অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এ সহযোগিতায় দাফন কাজ সম্পাদন করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top