বিএনপি নেত্রী শাকিলাসহ আরও ১৬ প্রার্থী নিলেন মনোনয়ন ফরম

চাটগাঁ নিউজ ডেস্ক : দলীয় মনোয়নয় নিশ্চিত না হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-৪ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। একইদিন বিভিন্ন আসনের জন্য আরও ১৫ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন।

রোববার (২১ ডিসেম্বর) রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।

জানা গেছে, বিভাগীয় কমিশনা কার্যালয় থেকে চট্টগ্রাম-৪ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে শাকিলা ফারজানা ও এস এম ফজলুল হক, চট্টগ্রাম-৯ আসনে আবুল হাশেম বক্কর ও মোহাম্মদ সামছুল আলম মনোনয়ন সংগ্রহ করেছেন। যদিও মনোনয়ন নেওয়া কোনো প্রার্থীই দলীয় মনোনয়ন পান নি।

একই দিন জেলার বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আরও ১১ জন মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিন ও শেখ জুলফিকার বুলবুল, চট্টগ্রাম -২ আসনে নওশের আলী, চট্টগ্রাম-৩ আসনে মো. এম আর ভুঁইয়া, চট্টগ্রাম-৭ আসনে আব্দুল্লাহ আল হারুণ, চট্টগ্রাম-১৪ আসনে মো. আব্দুল হামিদ, একই আসনে মৌলভী মো. সোলাইমান, জাকের হোসেন, শফিকুল ইসলাম রাহী, জসীম উদ্দিন, চট্টগ্রাম-১৬ আসনে মো. লিয়াকত আলী রয়েছেন।

এখন পর্যন্ত বিএনপি, জামায়েত ইসলামী, ইসলামী দলগুলো সহ স্বতন্ত্র পদে অনেকে মনোনয়ন সংগ্রহ করলেও এখনও এনসিপির পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেনি কোনো প্রার্থী।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top