চট্টগ্রাম-৪ আসনে লায়ন আসলাম চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী।

আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে লায়ন মো. আসলাম চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর।

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য জহুরুল আলম জহুর, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন, সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহমেদ ছলু, সদস্য মোহাম্মদ বখতেয়ার উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুর করিম, উপজেলা ছাত্রদলের সদস্য কোরবান আলী সাহেদ, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

ডা. কমল কদর বলেন, এ আসনে দলীয় প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর জন্য আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করছি, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা আসলাম চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top