কাতালগঞ্জে জলাবদ্ধতা: সিপ্লাসে সংবাদ প্রচারের পর মেয়রের পরিদর্শন

চাটগাঁ নিউজ ডেস্ক: শীতের এই শুষ্ক মৌসুমেও জলবদ্ধতায় নাকাল চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত কাতালগঞ্জের বাসিন্দারা। ঘর থেকে বের হতেই জমে থাকা হাঁটু সমান ময়লা পানি মাড়িয়ে স্কুল-কলেজ কিংবা অফিসে যেতে হয় তাদের।

এই সমস্যাটি তুলে গত ১৮ ডিসেম্বর সিপ্লাস টিভিতে ‘কাতালগঞ্জ এলাকার শীতকালীন জলবদ্ধতা’ শিরোনামে সংবাদ প্রচার করা হয়। প্রতিবেদনটিতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে থাকা বাসিন্দাদের ক্ষোভ ও দাবি তুলে ধরা হয়েছিল

সংবাদটি প্রচারের পরপরই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নজরে পড়ে। এরই প্রেক্ষিতে আজ শনিবার (২০ ডিসেম্বর) কাতালগঞ্জ এলাকা পরিদর্শনে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরিদর্শনকালে মেয়র জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগ সরেজমিনে দেখেন। এ সময় তিনি বলেন, কাতালগঞ্জ এলাকায় হিজরা খাল সংস্থার কাজ চলমান রয়েছে। কাজটি সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত এখানে পানি জমে থাকবে। এটি পুরোপুরি ঠিক হতে আনুমানিক দুই মাস সময় লাগতে পারে।

বিস্তারিত সিপ্লাস টিভিতে…………..

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top