লালদিঘীতে হাদির গায়েবানা জানাজা

চাটগাঁ নিউজ ডেস্ক : সারাদেশের মত চট্টগ্রামেও অনুষ্ঠিত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা।

শনিবার (২০ ডিসেম্বর) নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে বিকেল চারটায় চট্টগ্রামের সর্বস্থরের ছাত্র-জনতার ব্যানারে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন কল্পোলোক আবাসিক জামে মসজিদের খতিব ইমরানুল হক সায়েম।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ বিপুলসংখ্যক মুসল্লি এ জানাজায় অংশ নেয়। জানাজা শেষে মিছিল নিয়ে নগরের নিউ মার্কেট মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

জানাজা পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সমন্বয়ক জুবায়েরুল ইসলাম মানিক, ইবনে ওমর যায়েদ ও চট্টগ্রাম জুলাই ঐক্যের আহ্বায়ক ইবনে হাসান জিয়াদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইবনে ওমর যায়েদ বলেন, আজকের এই জানাজা থেকে আমরা একটি বার্তা দিতে চাই। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনসাফের পক্ষে। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনকিলাবের পক্ষে। আমরা বলতে চাই—ইনসাফের লড়াই, ইনকিলাবের লড়াই। আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি। সুতরাং কোনো সাম্রাজ্যবাদী শক্তি যদি বাংলাদেশকে নেক্সট টার্গেট করতে চায়, বাংলাদেশকে বাইরে ঠেলে দিতে—তাহলে বাংলার জনতা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করবে, ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না।

জুলাই ঐক্যের আহ্বায়ক ইবনে হাসান জিয়াদ বলেন, আমাদের হাদি ভাইয়ের যে দাবি রয়েছে, শহীদ হাদি ভাইয়ের আদর্শকে ধারণ করে আমরা সরকারের কাছে সেই দাবিগুলো উত্থাপন করবো।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top