ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ষোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরিফ হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে বাংলাদেশ টেলিভিশন ও বিটিভিতে সম্প্রচারিত জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।

সারাদেশে শোক পালনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ওইদিন সব সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান ও বিদেশে দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া আজ শুক্রবার দেশের মসজিদ, মন্দিরসহ সব উপাসনালয়ে হাদির জন্য প্রার্থনা করা হবে। সবাইকে এই প্রার্থনায় শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

‎এ সময় ড. ইউনূস বলেন, শরিফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যদের, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

‎ভাষণে প্রধান উপদেষ্টা সিঙ্গাপুর সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তারা হাদির চিকিৎসায় অত‍্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান, যিনি একইসঙ্গে একজন চিকিৎসকও, তার প্রতিও। তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন এবং আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজখবর দিয়েছেন।

এছাড়া ভাষণে হাদির পরিবারের দায়িত্ব নেয়ারও ঘোষণা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top