ভূজপুরের সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

চাটগাঁ নিউজ ডেস্ক : ফটিকছড়ির ভূজপুরে গত বছরের অক্টোবরে দায়ের করা বিস্ফোরক মামলায় নারায়ণহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার বাকি তিনজন হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর, দাঁতমারা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মোহাম্মদ আশরাফ ও শাকিল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে নারায়ণহাট ও দাঁতমারা এলাকা থেকে তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১৭ ডিসেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, অক্টোবরে দায়ের করা একটি রাজনৈতিক ও বিস্ফোরক মামলায় তদন্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সারা দেশে চলমান ‘ডেভিল-হান্ট ফেজ–২’ অপারেশনের আওতায় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে—এমন আশঙ্কাজনক তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চলছে উল্লেখ করে ওসি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top