রাঙ্গুনিয়ায় ভয়াবহ আগুনে ৭ দোকান পুড়ে ছাই

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জুরের কুল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাতটি দোকান।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোররাত ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে পার্শ্ববর্তী কাউকালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—আব্দুল খালেকের কাঠের দোকান, প্রফেসর বাবুলের মালিকানাধীন দুইটি কাঠের দোকান, বাবু শীমুল বড়ুয়ার মোটর মেকানিকস, মুহাম্মদ সুলতানের চায়ের দোকান, মুহাম্মদ সাদ্দামের মোটর পার্টসের দোকান।

তাদের দাবি- অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাজা মোটর এন্ড বাইক সার্ভিসিং সেন্টারের মালিক সাদ্দাম জানান, কয়েকদিন আগে ঋণ নিয়ে দোকানে নতুন মাল তুলেছিলেন। তার দাবি, প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।

রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী বলেন, রানীরহাট বাজারের পাশে এসব দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এখন তাদের সরকারি-বেসরকারি সহযোগিতা জরুরি।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top