সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সাতকানিয়া পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাহ্ উদ্দিন হাসান চৌধুরী (৫৩) সাতকানিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড সতিপাড়া এলাকার মৃত অ্যাডভোকেট মুক্তার আহমেদ চৌধুরী ছেলে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দীন হাসান চৌধুরী ছোট ভাই ও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত প্রখ্যাত ডাক্তার মারুফ হাসান চৌধুরীর বড় ভাই।

সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীর পরিবার জানায়, তিনি দীর্ঘদিন পর অসুস্থ মাকে দেখতে গেলে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক বলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ্ উদ্দিন হাসান চৌধুরীকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ

Scroll to Top