উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় লোকালয় থেকে উদ্ধার করা একটি বার্মিজ পাইথন (অজগর) সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। এটিসহ চলতি বছর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৯টি বার্মিজ অজগর উদ্ধার করে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের সদর বিটের জারাইলতলী এলাকার সংরক্ষিত বনে অজগরটি অবমুক্ত করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, সোমবার উখিয়া উপজেলার দুছরী ইউনিয়নের মালিয়ারকুল এলাকায় একটি বাড়ির উঠানে অজগরটি দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। পরে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিরাপদে অজগরটি উদ্ধার করে।
উদ্ধারের পর অজগরটিকে পর্যবেক্ষণে রাখা হয় এবং মুরগিসহ প্রয়োজনীয় খাবার খাওয়ানো হয়। সুস্থ ও স্বাভাবিক অবস্থায় নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সকালে বনবিভাগের গহীন অরণ্যে সেটিকে অবমুক্ত করা হয়।
উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বার্মিজ অজগর একটি সংরক্ষিত বন্যপ্রাণী। উদ্ধারকৃত অজগরটিকে যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে বনবিভাগ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন







