বিজয় দিবসে চট্টগ্রাম প্রেস ক্লাবে নানা আয়োজন

চাটগাঁ নিউজ ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আলোচনা সভা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। সঞ্চালনা করেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর। প্রধান আলোচক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদেরী শওকত, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী।

বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, অর্থ সম্পাদক আবুল হাসনাত, কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, ক্লাবের কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী এবং আরিচ আহমেদ শাহ, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, গ্রীন টিভির সিইও ওয়াহিদ জামান, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, যেকোনো জাতির জীবনে স্বাধীনতা এবং বিজয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রয়েছে স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর নয় মাসের সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের আজকের দিনটিতে আমাদের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই দিন আমরা পেয়েছি সার্বভৌম রাষ্ট্র এবং লাল-সবুজ পতাকা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্রের নতুন পথযাত্রা শুরু হয়েছে। বিজয় দিবসে আমাদের শপথ হোক গণতন্ত্র ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সবাই ঐক্যবদ্ধ থাকবো ।

বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন অগণিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদের আত্মত্যাগের কথা, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়েছিল।

দিবসটি উপলক্ষ্যে ক্লাবের সদস্য সন্তানদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে প্রথম প্রহরে চট্টগ্রামের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top