ক্রীড়া ডেস্ক: টানা দুই জয়ে সেমিফাইনালের স্বপ্ন বেশ জোড়াল করে রেখেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেই নিশ্চিত হতো শেষ চারে খেলা। তবে বাংলাদেশকে সেই অপেক্ষা কিংবা শেষ ম্যাচে জয়ের চ্যালেঞ্জ–কোনোটাই নিতে হয়নি। এক ম্যাচ হাতে রেখেই যুব এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম ম্যাচে আফগানদের হারানোর পর গতকাল (১৫ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে দেয় বাংলাদেশ। একই দিন গ্রুপের অন্য ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গেও হেরেছে আফগানিস্তান। দুই হারে আফগানদের বিদায়ে নিশ্চিত হয়েছে।
অন্যদিকে, আফগানদের বিদায়ে এক ম্যাচ করে হাতে রেখেই ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের।
সেমিফাইনাল নিশ্চিত হলেও এখনো চূড়ান্ত হয়নি গ্রুপ চ্যাম্পিয়ন হবে কারা। নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। সেই ম্যাচে যারা জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে খেলবে।
আপাতত বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই দুটি করে ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে। তবে রানরেটে এগিয়ে থাকায় ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় যুব টাইগাররা।
এদিকে, ‘এ’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। অপেক্ষা দ্বিতীয় দলের জন্য। দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। অন্যদিকে, দুটি করে ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের দুই ও তিন নম্বরে আছে পাকিস্তান আর আরব আমিরাত।
নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান আর আরব আমিরাত। এই ম্যাচে যারা জিতবে তারাই জায়গা করে নেবে শেষ চারে।
চাটগাঁ নিউজ/এমকেএন







