আনোয়ারা প্রতিনিধি: জাতীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১২তম স্থানে বিজয়ী হয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মধ্য জুঁইদন্ডী তা’লীমুল কুরআন মাদ্রাসার ক্ষুদে হিফয শিক্ষার্থী মো. শহীদ বিন শাহাদাত। এতে ঢাকা থেকে ফিরে নিজ গ্রামে ঘোড়ার গাড়িতে ছড়িয়ে বিজয়ী শিক্ষার্থীকে বরণ করে নেন স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের দীর্ঘ সড়ক পথে বিজয়ী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষককে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে মাদ্রাসা প্রাঙ্গণে আনা হয়। পরে মাদ্রাসায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীকে ঘিরে পুরো গ্রামজুড়ে আনন্দ বিরাজ করছে। এতে অশ্রুশিক্ত কন্ঠে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এ ক্ষুদে বিজয়ী শিক্ষার্থী।
জানা যায়, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারাদেশে বাছাই করে দুই লক্ষ ৬৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ৫৬০ জন শিক্ষার্থী জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে ৫টি গ্রুপে জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তার মধ্যে ২০ পারা গ্রুপে ১১২ জন শিক্ষার্থীর মধ্যে সেরা ১২ জনের একজন বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ারা উপজেলার মধ্য জুঁইদন্ডী তা’লীমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী মো. শহিদ। তার গৌরবময় সফলতায় পরিবার ছাড়াও পুরো উপজেলাবাসী আনন্দিত।
বিজয়ী শিক্ষার্থী মো. শহীদ উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মো. শাহাদাতের পুত্র।
প্রতিষ্ঠানের পরিচালক কায়ছার হামিদ বলেন, মাদ্রাসার হিফয বিভাগের ক্ষুদে শিক্ষার্থী ও মধ্য জুঁইদন্ডী গ্রামের কৃতি সন্তান শহিদ জাতীয় পর্যায়ে ১২তম স্থান করেছে। এতে মাদ্রাসার সুনাম ছাড়াও পুরো এলাকায় সুনাম অর্জন করেছে। এ অর্জন আনোয়ারা উপজেলাবাসীর। এ প্রতিযোগিতা ঘিরে শহিদ তার সর্বোচ্চ মেধা দিয়ে প্রস্তুতি নিয়েছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধ্য জুঁইদন্ডী তা’লীমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কয়ছার হামিদ সওদাগর, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোস্তাক, শিক্ষক মাওলানা আবদুল হাই, মাওলানা খোরশেদ, মাওলানা আবদুল ওয়াহেদ, মাওলানা আবদুল রহমান, হাফেজ আসহাব উদ্দীনসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষকরা বিজয়ী মো. শহীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন






