সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

চাটগাঁ নিউজ ডেস্ক: উত্তরা পশ্চিম থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই রিমান্ডের আদেশ দিয়েছেন । ‎মামলার তদন্তকারী কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান এ রিমান্ড আবেদন করেছেন বলে জানা যায়।

‎সাংবাদিক আনিস আলমগীর, ইলা ফ্লোরা কিসপট্রা ওরফে মারিয়া কিসপট্রা, মেহের আফরোজ শাওন, ইমতু রাতিশ ইমতিয়াজ বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের চেষ্টা করছেন এমন অভিযোগে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সে সংগঠক আরিয়ান আহমেদ রোববার (১৪ ডিসেম্বর) রাতে উত্তরা পশ্চিম থানায় এই মামলটি দায়ের করেন।

মামলার বিবরণ থেকে জানা যায় , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। কিন্তু তার অনুসারীরা দেশের মধ্যে বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে অবস্থান করে দেশের অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে আসছেন। আসামিরা আগে থেকে আওয়ামী লীগের ছত্রছায়ায় রয়েছেন। তারা গত বছরের ৫ অগাস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টকশোতে নিষিদ্ধ সংগঠনকে ফিরে আনার জন্য প্রোপাগান্ডা ছড়িয়ে আসছেন।

মামলার বিবরণে আরো উল্লেখ করা হয়- রোববার রাত সাড়ে ৮টার দিকে আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরস্থ ৫ নম্বর রোডের ৫ নম্বর বাসায় বসে মোবাইলে দেখতে পান, আসামিরা ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়তারা করছেন। তাদের বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্রের ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন।

এর আগে গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ওইসময় তাকে কেবল জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top