সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮

চাটগাঁ নিউজ ডেস্ক: সুদানে সন্ত্রাসীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৮ জন।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৯টায় দেশটির আবেই-তে সন্ত্রাসীদের হামলার এই ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই পোস্টে বলা হয়, সুদানের আবেই-তে আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সন্ত্রাসী কর্তৃক ইউ এন ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত। সেখানে যুদ্ধ এখনও চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের ভবনে হামলা হয়েছে। এই হামলায় ছয়জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। এর মধ্যে ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন (সর্বশেষ তথ্য অনুযায়ী)।

জানা যায়, উক্ত এলাকায় পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে।

আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে।

উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবারের মতো সুদানের আবেইতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬০ জন সদস্যের একটি দলকে পাঠানো হয়। জাতিসংঘের ‘আবেইয়ের জন্য অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (United Nations Interim Security Force for Abyei, UNISFA)’ মিশনের অংশ হিসেবে তাদের সুদানের আবেইতে মোতায়েন করা হয়। আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সে বছর মার্চ মাসের মধ্যে সেনাবাহিনীর ৫১২ জন সদস্যকে UNISFA মিশনের জন্য আবেইতে মোতায়েন করা হয়। আবেই হল সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে সীমান্ত নিয়ে বিতর্কিত একটি অঞ্চল।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top