উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার জনবহুল স্টেশন মরিচ্যা বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং হোটেলে পচা–বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্নতার অভিযোগে চারটি প্রতিষ্ঠানে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে উপজেলার মরিচ্যা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নকল পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ মালামাল সংরক্ষণের দায়ে বেলাল ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নাসিম ট্রেডার্সকে ৫ হাজার টাকা, কামাল স্টোরকে ৫ হাজার টাকা এবং অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে শাহ জব্বারিয়া হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় এসব জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নুরুল আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন উখিয়া থানা পুলিশের একটি বিশেষ দল।
এসময় স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্টেশনের বাজারে নকল ও ভেজাল পণ্যের বিস্তার ঘটেছে। পাশাপাশি অনেক হোটেল ও রেস্তোরাঁয় পচা–বাসি খাবার বিক্রি এবং অপরিচ্ছন্নতার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অনিয়ম রোধে এবং জনগণকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান, জনস্বার্থে নকল ও ভেজালমুক্ত পণ্য এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন






