চাটগাঁ নিউজ ডেস্ক: আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত শাখার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও গাজীয়ে শেরে মিল্লাত (রহ.) এর ফাতেহা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী আজমের সভাপতিত্বে দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটির নাহিদ আল মদিনা রেস্টুরেন্টে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতে কোরআন তিলাওয়াত করেন সংযুক্ত আরব আমিরাত শাখার নবগঠিত কমিটির সহ-সভাপতি মো. জমির উদ্দিন।
ইসলামিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ফারুক আজিজি আল-কাদেরী সাহেব। প্রধান অতিথি ছিলেন গুমান মর্দ্দন প্রবাসী পরিষদের সভাপতি দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন ফোরকান উদ্দিন, এমরান হোসেন, মো ইসহাক, মো. জয়নাল আবেদীন, মো. শাহাবুদ্দীন।

স্বাগত বক্তব্য রাখেন আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত শাখার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. ইকবাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরব আমিরাত শাখার প্রচার সম্পাদক মো. মোজাম্মেল হক সিজান।
এসময় ২০২৬-২০২৭ সালের জন্য ৪৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ ও ১০১ জন সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদে রয়েছেন- মো. ইকবাল হোসেন, মো. ইসহাক, মো. জয়নাল আবেদীন, মো. এনাম উদ্দিন, মো. রুবেল উদ্দিন, মো. জাহেদ উদ্দিন, মো. শাকিল প্রমুখ।
কার্যকরী কমিটিতে রয়েছেন- সভাপতি মো. আলী আজম, সাধারণ সম্পাদক মো. মোরশেদুল আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গণি টিপু, অর্থ সম্পাদক হাছান মো. মুন্না, ধর্মীয় সম্পাদক হাফেজ মো. ওমর ফারুক শাকেল, প্রচার সম্পাদক মো. মোজাম্মেল হক সিজান, দপ্তর সম্পাদক, মো.ফরহাদুল ইসলাম ফাহিম প্রমুখ।
চাটগাঁ নিউজ/এসএ







