বাঁশখালীতে আটক আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৮ জেলে 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী খাটখালী মোহনায় অবৈধভাবে মাছ ধরার সময় আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাগরের গন্ডামারা সীমান্তে খাটখালী মোহনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।

তিনি আরও বলেন, সাগরের মাছ ধরতে গিয়ে ফেরার পথে জব্দ করা আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও আটক জেলে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top