চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ডিসি হিল এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের পিকআপ ভ্যানের চাপায় একটি অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–৪ এ পেনাল কোড ও সড়ক পরিবহন আইনে তোফায়েল আহম্মেদ মামলাটি দায়ের করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টা ৪৪ মিনিটে ডিসি হিলের মূল ফটকের সামনে বসে থাকা কুকুরটির ওপর ধীরগতিতে এগিয়ে আসা সাদা রঙের ভ্যানটি সরাসরি উঠে গেলে ঘটনাস্থলেই কুকুরটির মৃত্যু হয়।
পরে এই ঘটনার সিসিটিভি ফুটেজটি ৫ ডিসেম্বর সিপ্লাস টিভিতে প্রচার হলে সেটা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং সেই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর পরপরই কয়েকজন আইনজীবী প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ ও আইন লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ডিসি অফিসের ওই গাড়িচালক ইচ্ছাকৃতভাবে কুকুরটিকে চাপা দেন এবং সিকিউরিটি গার্ডও তার দায়িত্বে অবহেলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয় এবং বিষয়টি তদন্তের জন্য কোতোয়ালি থানাকে দায়িত্ব দেওয়া হয়।
বিস্তারিত সিপ্লাস টিভিতে………………….
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ







