লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় ইসলামী ছাত্র শিবিরের সভাপতির পিতা নুরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার বডহাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকাল ৬টার দিকে লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ চৌধুরী পুকুরপাড়া এলাকায় সড়কের পাশে অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সিএনজি চালক নুরুল ইসলাম (৫৫) কে আহত অবস্থায় পাওয়া যায়। এসময় স্থানীয় জনতা লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে, ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয় জনতার সাহায্যে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সাবেক বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান জোনায়েদ চৌধুরী বলেন, নিহত নুরুল ইসলাম বড়হাতিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি শফিকুল ইসলামের পিতা। এবং তিনি একজন সিএনজি অটোরিকশা চালক।
এবিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল চাটগাঁ নিউজকে মুঠোফোনে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। এবং আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন






