বান্দরবানে অপহরণের শিকার রিসোর্ট মালিক ও ম্যানেজার

চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র এলাকায় মেঘদুয়ারি রিসোর্টের মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা।

জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ‘অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।’

অপহরণের শিকার বাবু কর্মকারের মালিকের ভাই রাজু কর্মকার বলেন, ‘সোমবার রাত সাড়ে ৭টার দিকে বাবু কর্মকার ও মোহাম্মদ অভি রিসোর্ট থেকে মোটরসাইকেলে শহরের দিকে ফিরছিলেন। পথে ১০ থেকে ১২ জনের একটি দল তাদের জিম্মি করে নিয়ে যায়।’

তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি সড়কের পাশের জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ঘটনার পর থেকে আতঙ্কে আছেন বলে জানিয়েছেন অপহৃতের পরিবার।

তারা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে একটি গ্রুপ রিসোর্ট মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল।

অপহরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান জেলা পুলিশ সুপার। অপহরণে কারা জড়িত এবং উদ্দেশ্য কী— তা এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

চাটগাঁ নিউজ/জেএইচ

 

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top