মহেশখালীতে বালি পরিবহনে ৩টি ডাম্পার জব্দ, লাখ টাকা জরিমান

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনরত অবস্থায় ৩টি বালুবাহী ডাম্পার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বড় মহেশখালীতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১২-এর ১৫ (১) ধারায় দুইটি পৃথক মামলায় মোট (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু জাফর বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top