ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি): কাপ্তাই কর্ণফুলি নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের কাতাল মাছ। স্থানীয় জেলে উজ্জ্বল মল্লিকের জালে এই কাতাল মাছটি ধরা পড়ে।
সোমবার ( ৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলিতে এই কাতাল মাছটি জেলের জালে ধরা পড়ে। পরে কয়লার ডিপো হরি মন্দির সংলগ্ন সড়কের পাশে প্রতি কেজি এক হাজার টাকা দামে ২৩ হাজার টাকায় মাছটি স্থানীয়দের কাছে বিক্রি করা হয়।
জেলে এত বড় মাছ জালে ধরা পড়ায় উচ্ছ্বাস প্রকাশ করে উজ্জ্বল মল্লিক বলেন, আজ বিকেলে আমি কাচকি জাল নিয়ে কর্ণফুলি নদীতে মাছ ধরতে যাই, হঠাৎ কয়লার ডিপো ঘাট সংলগ্ন কর্ণফুলি নদীতে বড় একটা কাতাল মাছ ধরা পড়ে। পরে তীরে এসে ওজন করে দেখি এটার ওজন ২৩ কেজি। প্রতি কেজি ১ হাজার টাকা করে ৩ হাজার টাকায় মাছটি স্থানীয়দের কাছে বিক্রি করেছি। এর আগেও আমার জালে ২৩ কেজি ওজনের বড় মাছ ধরা পড়েছিল।
চাটগাঁ নিউজ/এসএ






