চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত আবুল কালামের (৪৫) মৃত্যু হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়ক অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হন আবুল কালাম।
চুনতি ইউপি সদস্য মনিরুল মাবুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আবুল কালাম কিছুটা বাক্ ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। গতকাল সকাল সাড়ে ১১ টায় চুনতি ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়ক অতিক্রম করার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল কালাম আহত হন। এরপর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। আজ সকাল সাড়ে ৬ টায় তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ সালাউদ্দিন বলেন, এ ঘটনা পুলিশকে কেউ জানায়নি। আমরা খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেব।
চাটগাঁ নিউজ/এমকেএন






