সাকুরা, পেশারিয়ান্স ও দারুল কাবাবের দণ্ড ৮০ হাজার

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কাজীর দেউড়ি স্টেডিয়াম মার্কেটের সাকুরা ও দারুল কাবাব এবং জিইসি মোড়ের পেশারিয়ান্স কাবাব নেহারিকে জরিমানা করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার, রানা দেব নাথ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

বাসি খাবার ডিপ ফ্রিজে সংরক্ষণ, কাঁচা মাছ-মাংসের সঙ্গে ফ্রিজে বোরহানি রাখায় সাকুরা কাবাবকে ৫০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশ ও বাসি খাবার রাখায় দারুল কাবাবকে ১০ হাজার টাকা এবং বার্গার তৈরির জন্য মেয়াদোত্তীর্ন বন সংরক্ষণ করায় পেশারিয়ান্স কাবাব নেহারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মো. আনিছুর রহমান।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top