চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে পাওনা টাকা ফেরত না পাওয়ায় হতাশা ও অভিমানে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নগরীর কদমতলী এলাকায় রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেও আজ শনিবার বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করা হয়। এরপরেই বিষয়টি জানাজানি হয়।
জানা গেছে, আত্মহত্যা করা ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ কামাল উদ্দিন (৪১)। তিনি টেরিবাজারের বদরউদ্দিন মার্কেটের এস কে ট্রেডার্সের মালিক।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কাপড় ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন বৃহস্পতিবার ভোরে তার টেরিবাজারস্থ বাসা থেকে বের হন। এরপর তার আর কোন খোঁজ মেলেনি। পরদিন শুক্রবার তার ভাই মোহাম্মদ শাহাবুদ্দীন কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে আত্মহত্যার পর তার লাশ রেলওয়ে পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। কেউ খোঁজ করতে না আসায় পুলিশ লাশটি আনজুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করলে, আজ বেওয়ারিশ লাশ হিসেবে চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হয় বলে আনজুমানে মফিদুল ইসলাম সূত্রে জানা গেছে।
এ বিষয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান বলেন, মোহাম্মদ কামাল উদ্দিন আত্মহত্যা করেছেন। এক ব্যবসায়ীর কাছে তিনি মোটা অংকের টাকা পেতেন। সেগুলো ফেরত না পাওয়ায় তিনি বেশ চাপে পড়ে যান। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মোহাম্মদ কামাল উদ্দিনের স্ত্রী এবং তিন পুত্র সন্তান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ






