চাটগাঁ নিউজ ডেস্ক: বিদেশ সফর শেষে চট্টগ্রামে ফিরেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে এগারটায় এয়ার এস্ট্রা এর ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, একান্ত সচিব জিল্লুর রহমান , চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া, মারুফুল হক চৌধুরী (মারুফ), বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়। এসময় মেয়র চট্টগ্রামের চলমান উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নাগরিকসেবার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
গত ৮ নভেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের বিমানে ঢাকা থেকে দোহা, এবং সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মেয়র।
সফরকালে মেয়র লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়া, ইংল্যান্ডের বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র জাফর ইকবালের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন মেয়র।
সফরকালে জলাবদ্ধতা নিরসনে বিশেষ অবদান রাখায় লন্ডনে সফররত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে “লেটার অফ অ্যাপ্রিসিয়েশন” প্রদান করে চট্টগ্রাম সমিতি লন্ডন।
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এর লন্ডন সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের মতবিনিময় সভায় অংশ নেন মেয়র। মেয়র যুক্তরাজ্যের ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় সফর করেন এবং লন্ডনের স্ট্রাটফোর্ডে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চ্যারিটি শপ ও কার্যালয় পরিদর্শন করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন







