চট্টগ্রাম বিমানবন্দরে ৮০০ কার্টন সিগারেট জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার’র কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ছয়টি লাগেজে এসব সিগারেট জব্দ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ দপ্তর বলছে, বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার সংলগ্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় ছয়টি লাগেজ থেকে ৮০০ কার্টন মন্ড সিগারেটের বড় চালান উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দরের কাস্টমস শাখা উল্লেখিত লাগেজগুলোর কোনো মালিকানা না পাওয়ায় পরিত্যক্ত মালামাল হিসেবে ৮০০ কার্টন মন্ড সিগারেট জব্দ করে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, এসব সিগারেটের মালিকানা কেউ দাবি করেনি। পরিত্যক্ত অবস্থায় ছয়টি ব্যাগেজ এই বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে।

মালিক না থাকায় জব্দ পণ্য পুরোটাই রাজস্ব হিসেবে জমা করা হবে। জব্দ করা সিগারেট থেকে রাজস্ব আদায় হবে প্রায় ৯০ লাখ টাকা।

সম্প্রতি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিগারেটের বেশ কয়েকটি চালান জব্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top