হাটহাজারীতে মিনি ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু
আহত ৪

আনোয়ার ফরিদ (ফটিকছড়ি): চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের হাটহাজারীতে মিনি ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহত মাইক্রোবাস চালকের নাম মো. কাউসার। তিনি ফটিকছড়ির নারায়ণহাট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর ড্রাইভারের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাউসার তার মাইক্রোবাস নিয়ে ফটিকছড়ি থেকে বিদেশগামী যাত্রী নিয়ে শাহ আমানত বিমানবন্দরে যাচ্ছিল। পথিমধ্যে হাটহাজারীর ফরহাদাবাদ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়, গুরুতর আহত হন চালকসহ ৫ জন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চালক কাউসারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।

দুর্ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top