বৃহস্পতিবার বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট

চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট বাজারে ছাড়া হচ্ছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু হবে। পরে দেশের অন্যান্য শাখা থেকেও সরবরাহ করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একই সিরিজের ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট চালু করেছে। এবার গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা ৫০০ টাকার নোট যুক্ত হচ্ছে প্রচলনে।

নতুন নোটের ডিজাইন: ৫০০ টাকার নোটটির আকার ১৫২ মিমি × ৬৫ মিমি। রঙে সবুজের আধিক্য রয়েছে। নতুন এই নোটের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলা, পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি থাকছে। জলছাপে থাকবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘500’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

নিরাপত্তা বৈশিষ্ট্য: নোটটিতে ১০টি নতুন নিরাপত্তা সুবিধা যোগ করা হয়েছে— ডানদিকে মুদ্রিত ‘500’ নাড়াচাড়া করলে সবুজ থেকে নীল রঙে বদলে যায়। লাল-স্বর্ণালি পেঁচানো নিরাপত্তা সুতা, আলোয় ধরলে ‘৫০০ টাকা’ দেখা যায়।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পাঁচটি উঁচু বৃত্ত: ইন্টাগ্লিও কালি ব্যবহারের কারণে কিছু অংশ স্পর্শে উঁচু অনুভূত হয়। ইউভি আলোয় শাপলা ও কাগজের রঙিন ফাইবার জ্বলে ওঠে। see-through ‘৫০০’ আলোয় ধরলে পূর্ণ দেখা যায়।

পুরোনো নোটও চলবে: বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট প্রচলনের পরও বর্তমানে ব্যবহৃত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে।

মুদ্রা সংগ্রাহকদের জন্য ৫০০ টাকার স্পেসিমেন নোটও ছাপা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top