ইসলামী ব্যাংকে চাকরি পূর্ণবহালের দাবিতে মানববন্ধন

চাটগাঁ নিউজ ডেস্ক: এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দফায় দফায় টার্মিনেশন লেটার প্রদানের অভিযোগ তুলে চাকরি পূর্ণবহালের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরস্থ ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে সাতকানিয়া–লোহাগাড়ার ব্যাংকার পরিবার ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। টার্মিনেশনের শিকার কর্মকর্তা–কর্মচারী, তাদের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, মো. করিম, আজিজুল হক, মো. সোলাইমান, মিশকাতুল ইসলাম, পারভেজ রহমান এবং পরিবারের প্রতিনিধি আহমদ হোসেন।

বক্তারা বলেন, ২০১৭ সালে মৌখিক ও লিখিত যাচাই–বাছাই শেষে তারা ইসলামী ব্যাংকে যোগদান করেছিলেন। কোনো রাজনৈতিক বা বাহ্যিক প্রভাব ছাড়াই দীর্ঘ সাত বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার পর হঠাৎ করে টার্মিনেশন লেটার দেওয়া ‘অমানবিক’ ও ‘অযৌক্তিক’।

তারা অভিযোগ করেন, ব্যাংকের নীতিমালা অনুযায়ী সব যোগ্যতা পূরণ করলেও অকারণে চাকরিচ্যুত করা হয়েছে, যা পরিবারগুলোকে চরম আর্থিক সংকটে ফেলেছে। বক্তারা টার্মিনেশন বাতিল, ক্ষতিগ্রস্তদের পুনর্বহাল, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তারা নিয়মিত নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা—এ বিষয়টি স্পষ্ট করার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা আরও জানান, বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিচালনা পর্ষদ ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত সমাধান না মিললে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

পারিবারিক সংকটের কথা উল্লেখ করে আহমদ হোসেন বলেন, হঠাৎ চাকরি চলে যাওয়ায় তরুণ কর্মকর্তাদের অনেক পরিবারে চরম হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্যাংকের প্রতি দীর্ঘদিনের আনুগত্যের এমন প্রতিদান হতে পারে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে সাতকানিয়া–লোহাগাড়ার সহস্রাধিক মানুষ অংশ নেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top